চট্টগ্রাম প্রেস ক্লাব–সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের সপরিবারে উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল অনুরোধ জানিয়েছেন।












