প্রেস ক্লাব ক্রীড়ায় ব্যাডমিন্টনে দেবাশীষ ও রিটনের ডাবল ক্রাউন

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ইভেন্টে দেবাশীষ বড়ুয়া দেবু ও শাহনেওয়াজ রিটন ডাবল ক্রাউন লাভ করেছেন। এছাড়া মাস্টার্স বিভাগে দ্বৈতের ফাইনালে নির্মল চন্দ্র রায় ও জালাল উদ্দিন জুটি পংকজ দস্তিদার ও মঞ্জুরুল আলম মঞ্জু জুটিকে হারিয়ে শিরোপা অর্জন করেন। এর আগে দেবাশীষ বড়ুয়া দেবু ৫০ উর্ধ্ব বিভাগের দ্বৈত ফাইনালে মো. ফারুককে জুটি করে সাইফুল্লাহ চৌধুরী ও ইউসুফ সবুর জুটিকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। শাহনেওয়াজ রিটন ৪০ উর্ধ্ব দ্বৈতের ফাইনালে মিজানুর রহমানকে জুটি করে সরাসরি সেটে খোরশেদুল আলম শামীম ও রবি শংকর চক্রবর্ত্তী জুটিকে হারিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে বাংলাদেশ দল করোনামুক্ত
পরবর্তী নিবন্ধআঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন চট্টগ্রাম