চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার পঞ্চাশোর্ধ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় ডাবল ক্রাউন লাভ করেছেন সালাহ্উদ্দিন মো. রেজা। টিটি এককের পর দ্বৈতেও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।
গতকাল মঙ্গলবার প্রেস ক্লাবের স্পোর্টস কর্ণারে অনুষ্ঠিত দ্বৈত বিভাগের ফাইনালে সালাহ্উদ্দিন মো. রেজা ও সুলতান মাহমুদ সেলিম জুটি ২১-১২,২১-১৮ পয়েন্ট সৈয়দ উমর ফারুক-হেলাল উদ্দিন চৌধুরী জুটিকে হারিয়ে শিরোপা লাভ করেন।
এদিকে আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার সদস্যদের দাবা প্রতিযোগিতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। একইসাথে ২৬ নভেম্বর শনিবার প্রেস ক্লাবের সদস্যাদের ইভেন্টসমূহ সকাল দশটায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।