প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে দুই ব্যবসায়ীর মতবিনিময়

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন ও বিপ্লব কান্তি বনিক এফসিও। গতকাল বৃহস্পতিবার প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মো. আক্কাস উদ্দিন ও বিপ্লব কান্তি বনিক বলেন, বর্তমান সরকার এই মহামারি করোনাকালে গ্রাহকদের জন্য সরকারি ভ্যাট পনেরো শতাংশ থেকে দশ শতাংশে কমিয়ে আনাকে আমরা সাধুবাদ জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত হয়ে আমরা গৌরবান্বিত বোধ করছি।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মোহাম্মদ হায়দার, মাখন লাল সরকার, দেবপ্রসাদ দাস দেবু, সিরাজুল করিম মানিক, মুস্তফা নঈম, শিশির বড়ুয়া, তপন দাশবর্মন, সহিদুল ইসলাম সহিদ, নুরউদ্দিন আহমদ, সান্টু কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদেশে গণতান্ত্রিক সরকার না থাকায় খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত : শাহাদাত