চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকল ধরনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। কারণ সেখানে সারাদিন বিভিন্ন সংগঠন মাইক লাগিয়ে তীব্র স্বরে বক্তব্যসহ নানা কর্মসূচি পালন করে। যা চলমান এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় দারুণ ব্যাঘাত ঘটায়। পুলিশ বিষয়টি নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।
সূত্র জানায়, চট্টগ্রাম প্রেস ক্লাব মানুষের বিভিন্ন দাবি দাওয়া জানানোর অন্যতম স্থান। এই স্থানে এসে মানুষ নিজেদের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করে। বিভিন্ন রাজনৈতিক দলও ভালো কাভারেজের জন্য প্রেস ক্লাব চত্বরে মঞ্চ বানিয়ে আলোচনা সভা পরিচালনা করে। দাবি আদায়ের জন্য জ্বালাময়ী বক্তব্যও দেয়া হয় প্রেস ক্লাব চত্বরে। সকাল থেকে শুরু হয় এই তৎপরতা। চলে দিনের বেশির ভাগ সময়। দিনভর মাইকের তীব্র আওয়াজে এলাকাবাসী বহুদিন ধরে বিরক্ত বলে উল্লেখ করে এলাকার কয়েকজন বাসিন্দা দৈনিক আজাদীকে জানান, আমরা চরম বিরক্ত। কিন্তু মানুষের দাবি দাওয়া আদায়ের আন্দোলন সংগ্রাম প্রেস ক্লাবে হবে এটাই স্বাভাবিক। তাই আমরা অনেক কিছু মেনে নিই, মানিয়ে নিই। কিন্তু চলমান এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মাইকের তীব্র আওয়াজ চরম ক্ষতিকর হয়ে উঠেছে। বহু ছাত্রছাত্রীই লেখাপড়া করতে পারছে না। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকাটিতে দিনভর মাইকের আওয়াজ শুধু বিরক্তি নয়, চরম ক্ষতিও করছে। তারা অন্তত এইচএসসি পরীক্ষা চলাকালীন মাইকের তীব্র আওয়াজ নিয়ন্ত্রণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি কিছুটা স্পর্শকাতর, আবার মানবিকও। আমরা সমন্বয় করে সুষ্ঠুভাবে কিছু একটা করবো। তিনি পরীক্ষার্থীদের কথা মাথায় রাখার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।












