প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ার ফলাফল

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবসাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্বপঞ্চাশ দ্বৈতের সেমিফাইনালে মো. সাইদুল ইসলামশৈবাল আচার্য্য জুটি এবং কুতুব উদ্দিনসুবল বড়ুয়া জুটি প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছেন। পঞ্চাশোর্ধ দ্বৈতের ‘ক’ গ্রুপ থেকে রোকসারুল ইসলামযীশু রায় চৌধুরী জুটি প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠেন। ‘খ’ গ্রুপে জামালুদ্দীন ইউছুফসমরেশ বৈদ্য জুটি এবং সাইফুদ্দিন মো. খালেদতাপস বড়ুয়া রুমু প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠেন। ‘গ’ গ্রুপ থেকে কামাল উদ্দিন খোকনআবুল কালাম বেলাল জুটি এবং প্রভাত বড়ুয়ারনজিৎ কুমার দে জুটি পরবর্তী রাউন্ডে উন্নীত হন। ‘ঘ’ গ্রুপ থেকে ম. শামসুল ইসলামঅনিন্দ্য টিটো জুটি এবং জসীম চৌধুরী সবুজনুরউদ্দিন আহমদ জুটি পরবর্তী রাউন্ডে উঠেছেন।

খেলাসমূহ পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ এবং ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধহাজেরা-তজু ডিগ্রি কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধঅনেক পুরুষ প্রার্থীর ভিড়ে একমাত্র নারী রিমা