চট্টগ্রাম প্রেস ক্লাব–সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্ব–পঞ্চাশ দ্বৈতের সেমিফাইনালে মো. সাইদুল ইসলাম–শৈবাল আচার্য্য জুটি এবং কুতুব উদ্দিন–সুবল বড়ুয়া জুটি প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছেন। পঞ্চাশোর্ধ দ্বৈতের ‘ক’ গ্রুপ থেকে রোকসারুল ইসলাম–যীশু রায় চৌধুরী জুটি প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠেন। ‘খ’ গ্রুপে জামালুদ্দীন ইউছুফ–সমরেশ বৈদ্য জুটি এবং সাইফুদ্দিন মো. খালেদ–তাপস বড়ুয়া রুমু প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠেন। ‘গ’ গ্রুপ থেকে কামাল উদ্দিন খোকন–আবুল কালাম বেলাল জুটি এবং প্রভাত বড়ুয়া–রনজিৎ কুমার দে জুটি পরবর্তী রাউন্ডে উন্নীত হন। ‘ঘ’ গ্রুপ থেকে ম. শামসুল ইসলাম–অনিন্দ্য টিটো জুটি এবং জসীম চৌধুরী সবুজ–নুরউদ্দিন আহমদ জুটি পরবর্তী রাউন্ডে উঠেছেন।
খেলাসমূহ পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ এবং ওমর ফারুক।












