প্রেসিডেন্সি স্কুলে রোবটিক্স সামার ক্যাম্পের উদ্বোধন

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল মাসব্যাপী রোবটিক্স সামার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. রাশেদ মুস্তাফা।

বক্তব্য রাখেন আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং লিমিটেডের হেড অফ রোবটিঙ ডির্পাটমেন্ট ইঞ্জিনিয়ার সাইদ বিন ওসমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সিনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল ই. ইউ. এম. ইনতেখাব প্রধান অতিথির হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন এবং তিনি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের মাসব্যাপী রোবটিঙ সামার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এতে প্রধান অতিথি রোবট আর রোবটিক্সের ইতিহাস তুলে ধরেন এবং আইটি সেক্টরের মাধ্যমে পৃথিবীতে যে বিস্ময়কর বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তা উল্লেখ করেন। উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্সি মিডল স্কুলের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, স্টুডেন্টদের মেধা বিকাশে এই ধরণের ক্যাম্প যে কতটা গুরুত্ব বহন করে তা বলাই বাহুল্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পৃথিবীটাকে যদি তোমরা সুন্দর করে গড়তে চাও তাহলে তোমাদের মেধাকে বিকশিত করতে হবে সৃষ্টিশীল কাজে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌর মেয়রের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনে সাধারণ মানুষকে সচেতন হতে হবে