পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ও মিডল স্কুলে আন্তঃহাউস বাস্কেটবল, ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ মামুনুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলা মনকে প্রশান্তি দেয় এবং মেধাকে গতিশীল করে।
খেলাধুলা হতাশা থেকে মুক্তির অন্যতম মাধ্যম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা জীবনকে সুশৃঙ্খল করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব, মিডল স্কুলের উপাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর (সিপিডি) নন্দন মিত্র, শারীরিক শিক্ষাবিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, বাবলি আসাম, মো. ওমর ফারুক, অন্বেষা সরওয়ার, স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।