প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকশিক্ষিকা এবং অফিসারস্টাফদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৯ অক্টোবর স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের শিক্ষক তৌকির সার্জিলের সঞ্চালনায় ও প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মো. গোলজার আলম (আলমগীর)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসীম উদ্দীন, ডিরেক্টর (সিপিডি) নন্দন মিত্র, মিডল স্কুল চীফ কোঅর্ডিনেটর মোহাম্মদ শাখাওয়াত হোছাইন, অনুষ্ঠানের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, বাবলি আসাম, অন্বেষা চাকমা, স্কুল শিক্ষকশিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরোড রানারস চট্টগ্রামের উদ্যোগে ১০ কিলোমিটার রান সম্পন্ন
পরবর্তী নিবন্ধইসলাম মিয়া স্মৃতি সিসিএল আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন