প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত সপ্তাহব্যাপী আন্তঃহাউজ দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রেসিডেন্সি মিডল স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা। ইংরেজি বিভাগের শিক্ষিকা তানজিনা ইসলামের সঞ্চালনায় সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব এতে সভাপতিত্ব করেন। টুর্নামেন্টে মিডল স্কুলে ৩য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত শ্রেণিভিত্তিক মোট ৫০ জন এবং সিনিয়র স্কুলে ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪টি হাউজ যথাক্রমে কাইট হাউজ, ফ্যালকন হাউজ, ঈগল হাউজ, হক হাউজে মোট ৯৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, মিডল স্কুলের চিফ কো–অর্ডিনেটর মোহাম্মদ ছাখাওয়াত হোছাইন, চতুর্থ শ্রেণির ক্লাস কো–অর্ডিনেটর সাজেদা বেগম, পঞ্চম শ্রেণির ক্লাস কো–অর্ডিনেটর মুসারাত জাবিন সিদ্দিকা, উক্ত টুর্নামেন্টের আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীবৃন্দ।