প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জিয়াউদ্দিন বীর উত্তমের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম আর নেই। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এবং বাদ আছর চট্টগ্রাম সেনানিবাস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সামরিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে আজ সকাল ৯টায় মরহুমের মরদেহ প্রেসিডেন্সি স্কুল প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল প্রেসিডেন্সি স্কুল বন্ধ ছিল।

. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গোপনে পাকিস্তান সীমান্ত পাড়ি দিয়ে ভারত হয়ে সিলেটে এসে ১ নম্বর সেক্টরের অধীনে সাবসেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করেন। তাঁর দুর্ধর্ষ নেতৃত্বে অসংখ্য সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করেন। তাঁর এই অসাধারণ সাহস ও রণকৌশলের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে, যা মুক্তিযুদ্ধে অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা। মুক্তিযুদ্ধের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং দেশ গঠনে নিজেকে উৎসর্গ করেন। সামরিক জীবনের পর তিনি শিক্ষাক্ষেত্রে পা রাখেন এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে যোগ দেন।

পূর্ববর্তী নিবন্ধজাতির আকাঙ্ক্ষা মূল্যায়নে রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে থাকতে হবে
পরবর্তী নিবন্ধসিভাসুতে আজ বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষাবর্ষ সমারম্ভ