প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ১১ নভেম্বর মিলাদুন্নবী (.) মাহফিল উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে হামদনাত, ক্বিরাত, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলের সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যাপক তানভীর মুহাম্মদ। অন্যদিকে জুনিয়র স্কুল প্রাঙ্গনে উপাধ্যক্ষ ফিরোজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি অধ্যাপক প্রফেসর ড. ফরিদ উদ্দীন। প্রধান অতিথি তানভীর মুহাম্মদ বলেন, পৃথিবীর মাঝে মহানবী (.) হলেন একমাত্র ব্যক্তি যাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়ে থাকে। আর তিনিই প্রেরিত হলেন সর্বোত্তম আদর্শরূপে। প্রফেসর ড. ফরিদ উদ্দীন বলেন, আমাদের প্রিয় নবী শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই আদর্শ ছিলেন না। তিনি কোমলমতি শিশুদের জীবন শুরু থেকে কীভাবে গড়া যায় ও উত্তম চরিত্র গঠন করা যায় তারও দৃষ্টান্ত ও শিক্ষা রেখে গেছেন। এছাড়া তাঁরা রাসুলের (.) আদর্শ ধারণের পাশাপাশি শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচ্চরিত্র ও আদর্শবান মানুষ হিসেবে তৈরি হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব গোলজার আলম আলমগীর, উপসদস্য সচিব মাসুদুল আমিন খান, মিডল স্কুল উপাধ্যক্ষ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষকশিক্ষিকামণ্ডলী। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদলের মিছিল
পরবর্তী নিবন্ধরিয়েল এস্টেট সেক্টর বহুমুখী সমস্যা অতিক্রম করছে