প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব

| সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এই বারের বিতর্কের মূল প্রতিপাদ্য ছিল মাদকের বিরুপ প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা। ৮ ও ৯ সেপ্টেম্বর ২ দিনব্যাপী দেশের ৫০ টির অধিক স্কুল,কলেজ ও ইউনিভার্সিটির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এ বিতর্ক প্রতিযোগিতা

সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে চবি এমবিএ এসোসিয়েশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাইনালিস্ট দল ছিলো বিইউপি এবং বুটেক্স চ্যাম্পিয়ন হয় বিইউপি ও রানার আপ বুটেক্স স্কুলকলেজ পর্যায়ে ফাইনালিস্ট দল ছিলো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং নেভি কলেজ, ঢাকা। চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ ও রানারআপ হয় নেভি কলেজ, ঢাকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আ.লীগ নেতা সেলিমকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধহত্যা মামলার ৩২ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার