প্রেসিডেন্টের ক্ষমা পেলেন স্যামসাংয়ের জে ওয়াই লি

দক্ষিণ কোরিয়া

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুকইয়ল ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত স্যামসাং ইলেকটনিঙের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি’কে ক্ষমা করে দিয়েছেন। দেশটির আইন মন্ত্রণালয় পরে জানায়, ‘জাতীয় অর্থনৈতিক সংকট’ কাটিয়ে উঠতে এ ব্যবসায়ী নেতার সহযোগিতা দরকার, সেজন্যই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

লি’কে ক্ষমা করে দেওয়াটা মূলত প্রতীকী, ১৮ মাস জেল খাটার পর থেকে তিনি প্যারোলে মুক্তই আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার পর তিনি এখন আরও স্বাধীনভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড করতে পারবেন। জাতীয় অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের তাগিদে প্রযুক্তিখাতে বিনিয়োগ ও চাকরি সৃষ্টির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধির ইঞ্জিনকে নেতৃত্ব দেওয়া অর্থনৈতিক নেতাদের সতর্কতার সঙ্গে বেছে নিয়ে ক্ষমা করা হয়েছে, ব্রিফিংয়ে বলেছেন দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী হ্যান দং হুন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতীয় ৯ ক্রুর প্রাণ
পরবর্তী নিবন্ধপারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট নথির খোঁজে ট্রাম্পের বাড়ি গিয়েছিল এফবিআই