প্রেরণা

আনজানা ডালিয়া | মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

বিয়ে বার্ষিকী, জন্মদিন, প্রথম দেখার দিন, এই ছোট ছোট দিন, ক্ষণগুলো আমাদের পথ চলার প্রেরণা দেয়, অপেক্ষায় থাকি এক একটা দিনের জন্য। কিভাবে দিনটা রাঙাবো। কিভাবে প্রিয় মানুষটার মন রঙিন করে দিবো সারাক্ষণ ভাবনায় ঘোরে। কি গিফট দেয়া যায়, কি ফুল কিনলে তাঁর ভালো লাগবে এসব নিয়ে নিজের মনে অন্য রকম পুলক অনুভব করি। আনকমন গিফট খুঁজি প্রিয় মানুষটার জন্য। বছর ঘুরে কখন আবার সেই দিনটা আসবে তখন যদি বেঁচে না থাকি এমন আশঙ্কায় আমরা চাই এ বছরই সব আনন্দ করে ফেলি। একটা দিন শেষ হতে না হতেই আরেকটা দিনের জন্য স্বপ্ন সাজাই, দিনগুনি। স্বপ্ন ছাড়া আমরা এগোতে পারি না এক মহূর্ত। স্বপ্নই আমাদের পৌঁছে দেয় স্বর্গের সিড়িতে। সবাই সবার প্রিয়জন থেকে আশা করে থাকে এমনটা। হাজারো ব্যস্ততা, কর্মমুখী জীবনে চলতে গিয়ে ওই আসন্ন দিনটির ভাবনায়, পরিকল্পনায় মন নেচে ওঠে। কাজের স্পৃহা বাড়ে। শত মান অভিমান থাকুক এ দিনটি যেন কিছু মানুষকে অদেখা কোন রশিতে টেনে বেঁধে দেয়। তাই আমি মনে করি এ দিবসগুলো পালনে কোন ক্ষতি নেই বরং জীবনের মোড় ঘোরে, জীবনে রঙ আসে, ভালোবাসা বেঁধে দেয় নুতন স্বপ্নের জন্য। বাঁধন হয় শক্ত। ভরসা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায় পরিপূর্ণ হোক প্রতিটা সম্পর্ক। আনন্দময় হোক প্রতিটা যুগলের প্রতিটা দিবস।

পূর্ববর্তী নিবন্ধআলাউদ্দীন খোকন : ভোলা যায় না যাকে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ