মাঝে মাঝে ঢেউ খেলে হৃদয়ের পদ্মায়
বয়ে চলে বেগবান স্রোতধারা যমুনায়
হায়রে বিধি এ কেমন তোর খেলা!
বৃন্দাবনে রাধাকৃষ্ণ রচিলেন প্রেমের রসময় কথা
আজো আছে সেই প্রেমময় সুখ গাঁথা
কৃষ্ণের বাঁশির সুরে রাধা মন ব্যাকুল।
লাইলী মজনুর প্রেম কথা এখনো হৃদয়ে ব্যথা
লাইলী প্রেমে মজনু দিশেহারা ইতিহাস বলে কথা
ছিলনা কোনো খাদ মজনুর ভালবাসায়!
ইউসুফের রুপে পাগল জুলেখা সুন্দরী
প্রেম আর রুপে মজে কাটিলেন নিজ আঙুলখানি
নিয়তির হাতছানি মায়াময় পৃথিবীতে শ্বাশত প্রেম মোহে!
প্রেম আজ শুধু ই চলা কলা স্বার্থের মোহে পড়ে
ক্ষণিকের মোহ মায়া কেবলই বিলাসীতা
স্বার্থের ঊর্ধ্বে রেখে সৃজিল প্রেম মহান বিধাতা —