প্রেমের ম্যানুয়াল

মুন্সী আবু বকর | বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

ভাষা ভেঙে পড়ে

তবু তুমি বলো, ‘ভালোবাসি।’

সার্কিটে ছুটে চলে অঙিটোসিন,

তবু আত্মা বলে, ‘এটা পবিত্র।’

এক হাত রোবোটের,

অন্যটা ছুঁয়ে আছে নক্ষত্রের ধুলো।

আমরা ইমোজি পাঠাই,

অথচ অনুভব জমে থাকে অফলাইনে।

 

ভালোবাসা এখন ডেটাপ্যাক

শেষ হলে নেটওয়ার্ক যায় বন্ধ হয়ে।

তবু কিছু অনুভব

পাসওয়ার্ড ছাড়া খুলে যায়।

তোমার চোখে,

একটা প্রাচীন সূর্য

জ্বলছে এখনো,

নতুন কোনো গ্যালাক্সির ছায়ায়।

পূর্ববর্তী নিবন্ধকবিতার বই
পরবর্তী নিবন্ধবিলীন হওয়ার পথে পুকুর-দিঘি-জলাশয়