প্রেমের বিয়ে, ৮ মাসের শিশু রেখে স্ত্রীকে জবাই স্বামীর

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২০ অপরাহ্ণ

কর্ণফুলীর চরপাথরঘাটায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা ইছানগর ডায়মন্ড এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মহিলর নাম রেশমা আক্তার রুমা (১৮)। আত্মহত্যার চেষ্টাকারী তার স্বামী ইব্রাহীম (২০)। বর্তমানে ইব্রাহীম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতির ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ভাড়া বাসার ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আত্মীয়রা টিনের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তারা ইব্রাহীমকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং রুমার গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে।

রুমার ফুফু পেয়ারা বেগম জানান, তার ভাতিজি ও জামাই ১৩ দিন আগে তাদের শিশু কন্যাকে নিয়ে বেড়াতে আসেন। দুই বছর আগে প্রেম করে তাদের বিয়ে হয়। গত দুই সপ্তাহে তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি বলে তিনি দাবি করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এখনও ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো নারীকে, চমেকে ভর্তি
পরবর্তী নিবন্ধছিনতাইকারীর ছুরিকাঘাতে পটিয়ায় রিকশাচালক খুন