প্রেমের পুনরাবৃত্তি

সুখী ইসলাম | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

আজ আবার আগুনেরা পুড়ে গেছে

নেশাতুর চোখে, লাল শিখা, আদিম উষ্ণতা,

ব্যবহৃত শরীর

সবই দিশা হারিয়েছে

অগভীর গোপন অভিসারে।

আজ আবার আধো আলোতে

ভুলেরা এসে রং তুলি দিয়ে

 

বর্ণহীন প্রেমের পুনরাবৃত্তি করেছে।

পূর্বজন্মে এই একই ভুল হয়েছিলো

নীরবতার ভুল অনুবাদ ছিলো ভালোবাসায়।

আজ আবার না পাওয়ার বেদনা

থেকে বেছে নিয়েছি স্বেচ্ছামৃত্যু

পারদের প্রলেপবিহীন স্বচ্ছ কাচে

প্রতিফলিত হয়েছে আমার মৃত্যুর রং।

আজ আবার অপেক্ষা শুধু

বিষণ্ন আকাশ, অন্ধকার

আর একটা মৃত জীবন।

পূর্ববর্তী নিবন্ধমানবতা
পরবর্তী নিবন্ধশেকড় বিহীন স্বর্ণলতা