চার বছর প্রেমের পর বিয়ে, এর সাত মাসের মাথায় গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুছা চৌধুরীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে সুলতানা সুইটি (২২) ওই এলাকার মমতাজ আহম্মদের ছেলে রিয়াজ আহম্মদ সাকিবের স্ত্রী।
নিহতের বড় বোন ইয়াসমিন বলেন, সুইটির সঙ্গে তার স্বামী রিয়াজের ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। চলতি বছরের ১২ মার্চ রিয়াজ আহম্মদের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার স্বামী একটি ব্যাংকে পিয়নের চাকরি করেন। শুক্রবার (গতকাল) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় অংশ নিতে স্বামী বৃহস্পতিবার সকালে বাড়িতে আসেন। এরই মাঝে দুপুরে সুইটি আত্মহত্যা করে বলে আমাদের কাছে ফোনে জানানো হয়। পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, ওই গৃহবধূ বেশী রাগী স্বভাবের ছিল। দীর্ঘ একমাস পর স্বামী ঘরে আসায় দুপুরে খাওয়ার পর বিশ্রাম নেয়। পরে শাশুড়ীকে নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।