আছি তোমার হৃদয় ছুড়ে
প্রেমের ঘর বসতি,
অন্ধ পথিক পথের খুঁজে
হাত ধরে অতিথি।
একলা বসে কার পানে
অপেক্ষায় রহ তিথি,
ভ্রমরে ফুলে মিশে তানে
প্রজাপতি আঁকে সিঁথি।
হৃদয় বাতায়ন খুলে দিয়ে
পরিযায়ী পাখি ডাকে,
ফুলে ফুলে ভ্রমর গিয়ে
পরাগে মধু মাখে।
প্রেমের সুধা পান করতে হবে
যতই হও মহান,
হৃদয় গৌরব ঢেলে রবে
প্রেমময় জাহান।