এই দেখোনা কেমন প্রেমের জাল ফেলেছি পুকুরে
সেই খুশিতে গোলাপ বেলী ফুটবে মনের মুকুরে।
পড়বে ধরা আমার কাছে বাঁধবো তখন কষে
থাকবে তুমি গান কবিতায় আমার রূপের বশে।
চাইছি আমি মনটা আমার ভিড়ুক তোমার বন্দরে
প্রেমের জালে আটকে তখন নেবে মনের অন্দরে।
সোমা মুৎসুদ্দী | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ