রাঙ্গুনিয়ার প্রবাস ফেরত যুবক তৌহিদুল ইসলাম প্রকাশ আরিফের (২৬) সাথে পাশের গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দু’জনে ভালোবেসে সংসার করতে চেয়েছিল। কিন্তু দুই পরিবারের মাঝে বনিবনা হয়নি। মঙ্গলবার রাতেও ভাত খাওয়ার পর মায়ের সাথে এই নিয়ে কথা বলেন আরিফ। এরপর ঘুমাতে নিজ কক্ষে যান। ভোরের দিকে ওই কক্ষ থেকে লাশ উদ্ধার হয় আরিফের। পরিবারের দাবি সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। উপজেলার পারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাহাব্দীনগর বলির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আরিফ ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। গতকাল ২৭ আগস্ট সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের পিতা আবদুল কুদ্দুস জানান, তার সন্তান গেল এক বছর আগে প্রবাস থেকে দেশে আসে এবং রাজমিস্ত্রী হিসেবে কাজ করছে। তার সাথে পাশের ৭নং ওয়ার্ডের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে মঙ্গলবার রাতে মায়ের সাথে তার সামান্য কথা কাটাকাটি হয়। রাতে ঘুমাতে যায় সে। এরপর ভোরে রুমের দরজা না খোলায় ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের বিমের সাথে সে ঝুলে আছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তার মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পায়েও ক্ষত চিহ্ন দেখা গেছে। তবে পিতা আবদুল কুদ্দুস বলছেন, চেয়ারে দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলতে গিয়ে সম্ভবত আঘাত পেয়েছে। এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করেছে বলে পরিবার
জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।