চট্টগ্রাম নগরে আনিস নামে এক যুবককে হত্যা করে তার দেহের ছয় টুকরা টুকরা করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সোফিয়া নামের এক প্রেমিকার বিরুদ্ধে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আনিসের মাথা পাওয়া যায় নগরের অক্সিজেন এলাকার লোহারপুল সংলগ্ন খালে। এর আগে গতকাল বৃহস্পতিবার আনিসের হাত দুটি এবং দুটি পা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নগরের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গত মঙ্গলবার থেকে নিহত আনিস নিখোঁজ ছিল। গতকাল (২২ জানুয়ারি) তার দুটি হাত উদ্ধার করে পরিচয় জানার পর থেকে তদন্তে নামে পুলিশ। ওই যুবকের শরীরের একাধিক অংশ উদ্ধার করেছি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে খাল থেকে মাথা উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে সোফিয়া নামের এক নারী আনিসকে ডেকে নিয়ে শীল-পাটা দিয়ে প্রথমে মাথায় আঘাত করে। এরপর দা দিয়ে ঘাড়ে কোপ দেয়। তারপর ছয় টুকরো করে নগরের বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়। মাথাটি ফেলেছিল অক্সিজেন মোড় সংলগ্ন লোহার পুল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনিস রাউজানের বাসিন্দা। তার স্বজনরা পুলিশকে জানান, সোফিয়াকে তিনি (আনিস) দুই লাখ আশি হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা চাইলে সোফিয়া ডেকে নিয়ে আনিসকে হত্যা করেছেন।
সোফিয়ার স্বজনদের দাবি, হত্যার শিকার আনিস সোফিয়ার সঙ্গে অন্তরঙ্গ সময়ের ছবি এবং ভিডিও করে রেখে তাকে ব্ল্যাকমেইল করে। সেই ক্ষোভ থেকে সোফিয়া আনিসকে হত্যা করেছে।












