বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নগরীর পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদ কসমোপলিটন আবাসিক এলাকার মাহাথির রহমান মারফি (২১) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি স্বীকার করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দৈনিক আজাদীকে বলেন, কসমোপলিটন এলাকার মাহাথির রহমান মারফি নামে এক যুবকের সঙ্গে পাঠানঠুলী এলাকার এক তরুণীর মধ্যে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে ওই তরুণী মারফিকে বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখান করে। এছাড়া গত সোমবার বিকেল ৫টার দিকে ওই তরুণী মারফির বাসায় গিয়ে বিয়ের কথা বললে মারফি ও তার মা নাসরিন আক্তার মুক্তা তরুণীকে মারধর করে বলে ওই তরুণী অভিযোগ করেন। তবে পরবর্তীতে অভিযুক্ত মারফির প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করলে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এছাড়া ভুক্তভোগী তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মারফিকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি।