সীতাকুণ্ডে প্রেমিকের বাড়িতে গিয়ে ‘বিষপান’ করে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোরী। গতকাল মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ইউনিয়নের রয়েল গেট এলাকারমো. নিশানের (২০) সাথে ৪ বছর পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই কিশোরীর। গতকাল বিকালে নিশানের বাড়িতে গিয়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে রেফার করেন।
ওই কিশোরীর বড় ভাই দাবি করেন, গতকাল বিকালে নিশান আমার বোনকে ফোন করে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নিশান ও তার পরিবার আমার বোনকে মারধর করে তাকে মুখে বিষ ঢেলে দেয়। তার শরীরে মারধরের চিহ্নও রয়েছে। বিকালে খবর পেয়ে আমরা নিশানের বাড়ির পিছনে একটি জমিতে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিশান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান কিশোরীর বড় ভাই।