প্রেমিকের কথায় বিষ খেলেন প্রেমিকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে বিষ পান করে এক তরুণী আত্মহত্যার চেষ্টা করেছে। নগরীর আলকরণ এলাকার বাসিন্দা ওই নারী। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় প্রবেশের পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে ওই তরুণীকে একটি সিএনজিতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৬ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। মোহাম্মদ হেফাজত নামের একজন হচ্ছেন আত্মহত্যার চেষ্টাকারী তরুণীর প্রেমিক। তিনি অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উমেদার হিসেবে কাজ করেন। মূলত উমেদার হেফাজত বিয়ে করছিল না, এ জন্য তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা দৈনিক আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী বলেন, আমি মহানগর দায়রা জজ আদালত থেকে নিজের একটি কাজ শেষ করে চেম্বারের দিকে যাচ্ছিলাম। তখন একজন তরুণীকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখি। উৎসুক লোকজন শুধু চারপাশে দাঁড়িয়ে দেখছিল। কেউ তাকে ধরছে না। আদালতে ডিউটিতে থাকা ফারিয়া নামের একজন কনস্টেবল সেখানে ছিলেন। তরুণীর কী সমস্যা জানতে চাইলে কনস্টেবল জানায়, তরুণী বিষ খেয়েছে। তখন আমি বলি, তাইলে এখানে পড়ে আছে কেন? তাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে তাকে আদালত ভবন থেকে আমরা ধরাধরি করে নিচে নিয়ে আসি। তরুণীকে হাসপাতালে নিয়ে যাওযার জন্য কোথাও কোন গাড়ি পাওয়া যাচ্ছিল না উল্লেখ করে আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা বলেন, অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে একটা সিএনজি পাওয়া গেলে সেটিতে উঠিয়ে অসুস্থ তরুণীকে চমেক হাসপাতালে নিয়ে যায়। কনস্টেবল ফারিয়াও আমার সাথে আছেন। হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ঐ তরুণীকে। চিকিৎসক কিছু মেডিসিনের কথা বলেছেন। সেগুলো এনে দিয়েছি। মনে হচ্ছে, তরুণীর অবস্থা স্থিতিশীল।

আইনজীবী মুক্তা বলেন, তরুণীর সাথে কথা বলে জেনেছি, হেফাজত নামের এক ব্যক্তির সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ঐ ব্যক্তি আদালতের কর্মচারী (উমেদার)। মূলত তার সাথে দেখা করতেই তরুণী আদালতে আসেন। বিয়ে করছে না বলে আত্মহত্যার চেষ্টা করেছেন। এদিকে সিএনজিতে করে হাসপাতালে নেওয়ার পথে তৈরি করা একটি ভিডিওতে ভিকটিম তরুণীকে বলতে শোনা যায়, ‘হেফাজত বলেছে, তুমি বিষ খেয়ে মরো, আমি দেখব’।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে এবার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২