কক্সবাজারের টেকনাফের ২৬নং ক্যাম্পে রোহিঙ্গা তরুণ আবুল হাসিমের(১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার(২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তিনি হ্নীলার শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের আকবর আলীর ছেলে।
স্হানীয়দের ধারণা প্রেমিকাকে অন্য কাউকে বিয়ে দেওয়ার কথা পাকাপাকি হওয়ায় অভিমানে এই রোহিঙ্গা তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, একটি মেয়ের সঙ্গে আবুল হাসিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি হাসিম জানতে পারেন তার প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। তিনি বিষয়টি তার পরিবারকে জানান। তার বড় ভাইয়ের আগে হাসিমকে বিয়ে করানো সম্ভব নয় বলে জানায় পরিবার। এ নিয়ে পরিবারের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাসিম।
হাসিমের মা সাবেকুন নাহার বলেন, “ছেলের ঘরের দরজা বন্ধ ছিল। ভোরের দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ফেলা হয়। এসময় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, “মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”