এক তরুণীর সাথে ফেসবুকে পরিচয়। সে সুবাদে হতো কথাবার্তা। একসময় এই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। তবে মেয়েটি বন্ধু হিসেবে সম্পর্ক গড়েছিল। কিন্তু ছেলেটি মনে মনে মেয়েটিকে ভালবেসে ফেলে। বিষয়টি বুঝতে পেরে ওই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মেয়েটি। এতে ক্ষিপ্ত হয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ভিডিও বার্তা পাঠিয়ে আত্মহত্যার হুমকি দেয় ছেলেটি।
বলা হচ্ছে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল মৃত আবুল কালামের পুত্র মো. আবিরুল ইসলাম প্রকাশ আলমের কথা।
ওই ভিডিও বার্তা দিয়ে উল্টো আরও বিপদে পড়ে সে। বিষয়টি পুলিশের নজরে আসলে অনুসন্ধানে নামে পুলিশ। পরে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কাইছার হামিদের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিণ ডিককুল জাফর আলমের জায়গার ভাড়াটিয়া শাহ মজিদিয়া এন্টারপ্রাইজ নামক একটি দোকানে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় দোকান থেকে আলম (২২) কে গ্রেফতার করা হয়।
বুধবার বিকালে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান। তিনি বলেন, ভিডিও বার্তায় দেখা যায় মাথায় সে একটি অস্ত্র ঠেকিয়ে রাখে। এটি পুলিশের নজরে আসলে পিস্তলটি আসল না নকল তা অনুধাবন করা হয়। পরে সেটি বিদেশি পিস্তল নিশ্চিত হলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান, ওসি (তদন্ত) মো. কাইছার হামিদ ও ওসি (অপারেশন) শাকিল আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।