প্রেমিকাকে ফোন করে বিরক্ত করায় বন্ধুকে ছুরিকাঘাত করেছে প্রেমিক বন্ধু। বাঁশখালীর কালীপুরে গতকাল এ ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে বাঁশখালী ডিগ্রি কলেজ গেট এলাকায় সংঘটিত এ ঘটনায় ছুরিকাহত সুজন (২২) কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জঙ্গল গুনাগরীর মৃত শাহাজানের পুত্র। প্রেমিক ওই বন্ধুর নাম রমিজ উদ্দিন প্রকাশ পিয়াল।
আহত সুজনকে স্থানীয়রা উদ্ধার করে রামদাশ মুন্সিরহাটস্থ বাঁশখালী মা–শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, মঙ্গলবার প্রেমিকাকে ফোন করা নিয়ে পিয়াল ও সুজনের সাথে তর্কাতর্কির ঘটনা ঘটে। পিয়াল এসময় সুজনকে ছুরি মারার হুমকি দিলে স্থানীয় ইউপি সদস্য জিসানুল ইসলাম মিঠুকে বিষয়টি জানান সুজন। এছাড়া চুরির একটি ঘটনা নিয়েও সুজন আর পিয়ালের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। বুধবার সকালে বাঁশখালী ডিগ্রি কলেজ গেট এলাকায় সুজনকে বুকে ও কোমরে ছুরিকাঘাত করে পিয়াল। এ সময় তার পিতা মনজুর আলমও ছিলেন বলে সুজনের পরিবারের অভিযোগ।
ইউপি সদস্য জিসানুল ইসলাম মিঠু বলেন, হুমকির বিষয়ে সুজন আমাকে জানালেও তা নিয়ে পিয়াল ও তার পরিবারের সাথে কথা বলার আগেই ঘটনাটি ঘটে গেল।
রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, ঘটনার ব্যাপারে অভিযোগ পেলে তদন্তপূর্বক পদক্ষেপ নেয়া হবে।