শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে বড় অবদান শেখ মেহেদির। এই স্পিনার একাই শিকার করেছেন ৪ উইকেট। তাতে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি একটা রেকর্ডও গড়েছেন তিনি। প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ১১ রানে ৪ উইকেট নেন শেখ মেহেদি।
প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারী দলগুলোর বোলারদের মধ্যে এত দিন সেরা পারফরম্যান্স ছিল হরভজন সিংয়ের। ২০১২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোর এই মাঠে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক এই স্পিনার। এবার হরভজনের রেকর্ড ভাঙলেন মেহেদি। দুজনেই ৪ উইকেট পেলেও রান খরচের দিক থেকে এগিয়ে আছেন মেহেদি। তাই এখন বিদেশি বোলার হিসেবে এই মাঠে টি–টোয়েন্টির সেরা পারফর্মার এই বাংলাদেশি অফ স্পিনার। প্রেমাদাসা স্টেডিয়ামে সবমিলিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স অবশ্য দখলে রয়েছে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গার। তিনি ২০২১ সালে ভারতের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন।