কয়েকদিন আগে ছেলের চিকিৎসা শেষে কলকাতা থেকে দেশ ফিরেছেন পরীমণি। আর এ দিকে তার অভিনীত ‘কাগজের বউ’ সিনেমা চলছে প্রেক্ষাগৃহে। তবে পরী নিজে এবং ছেলের অসুস্থতার করণে সিনেমাটির প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করতে পারেনি। গত ২৯ জানুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ‘কাগজের বউ’ সিনেমা দেখবেন।
তার সঙ্গে থাকবেন সিনেমাটির নায়ক ডিএ তায়েব ও পরিচালক চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে। বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ডিএ তায়েব। ‘কাগজের বউ’ নিয়ে ডিএ তায়েব বলেন, ‘ছবিতে পরীমণি অভিনয় করেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার।
কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এরকম একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।
‘কাগজের বউ’ সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। এতে ডিএ তায়েব ও পরীমণি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করছেন।