প্রেক্ষাগৃহে আসছে ‘নদীর জলে শাপলা ভাসে’

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

আনিসুর রহমান মিলনের নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। অনেকদিন আগেই এর শুটিং শেষ হলেও সমপ্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গ্রামীণ পটভূমি নিয়ে মেহেদী হাসানের পরিচালনায় এতে মিলনের বিপরীতে অভিনয় করেছেন শিরিন শিলা। আগামী ১৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নায়িকা শিরিন শিলা। সিনেমাটিতে মাঝির চরিত্রে মিলন ও তারামন বানু চরিত্রে শিলা অভিনয় করেছেন। এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, এই প্রথম মাঝির চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের প্রয়োজনে নৌকা চালানো শিখতে হয়েছে। দশদিন অনুশীলন করে নৌকা চালানো শিখেছি। দারুণ একটি গল্পের সিনেমা। আশাকরি দর্শক সিনেমাটি উপভোগ করবেন।
শিরিন শিলা বলেন, বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এটি নির্মিত হয়েছে। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। এতে আরো অভিনয় করছেন বড়দা মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএমন একটা দিনের অপেক্ষায় ছিলাম…
পরবর্তী নিবন্ধসাত কবির কবিতা কনসার্টে মুগ্ধ শ্রোতারা