চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত প্রীতি সকার ম্যাচে চিটাগাং ক্লাব সকার টিম জয়লাভ করেছে। তারা ৪-০ গোলে এফসিবি ব্রাদার্স,ঢাকাকে পরাজিত করে। গত ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চিটাগাং ক্লাব সকার মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব সকার বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি। সাবেক ক্লাব নির্বাহী কমিটির মেম্বার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে চিটাগাং ক্লাব নির্বাহী কমিটি মেম্বার ইমতিয়াজ হাবিব রনি, আলী আহসান সেলিম, সাবেক সকার মেম্বার ইনচার্জ এস এম শফিউল আজম, ডা. অলক নন্দী, সকার কনভেনার আশীষ ভদ্র সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন।