প্রীতি ম্যাচে রামপুরাকে রুখে দিল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনকৃত ফুটবল একাডেমির মান উন্নয়নে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে ২৫নং ওয়ার্ড রামপুর ফুটবল একাডেমির ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে। খেলা শুরুর প্রাক্কালে আমন্ত্রিত রামপুর ফুটবল একাডেমির কোচ মো. ফরিদ, কর্মকর্তা মো. জাহিদ ও জিসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার তাসমিদ ও সোহান। শনিবার বিকেলে সিডিএ বালির মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উভয় দলের পক্ষে গোল করেন রামপুরার সামির, শরীফ এবং হালিশহরের পক্ষে আরিফ ও দলনেতা আরাফাত গোল করে সমতা ফেরান স্বাগতিক দলকে। এ সময় উপস্থিত ছিলেন উপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার আমিন হারুন, উপদেষ্টা কোচ মো. আলাউদ্দিন, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, পরিচালক সদস্য মো. ইকবাল হোসেন, সহকারী কোচ মো. মামুন এবং খেলার রেফারি মো. ওমর ফারুক, সহকারী রাহুল ও মুন্না।

পূর্ববর্তী নিবন্ধমুদ্রণ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন