প্রীতি ম্যাচে পটিয়া মহিলা ফুটবল একাডেমির জয়

পটিয়া প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

পটিয়া মহিলা ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ গত মঙ্গলবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সিলেট স্বপ্নচূড়া স্পোর্টস ক্লাবকে ৩০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পটিয়া মহিলা ফুটবল একাডেমি। খেলা উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। পটিয়া মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান ডা. সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াছমিন আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার গোলাম মোহাম্মদ, মাহবুবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাল দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধদ. আফ্রিকা অন্যরকম দল, চোকার্স অপবাদ মুছে ফেলার সময় এখন