প্রীতি ম্যাচে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির জয়

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৪৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি ৫-১ গোলে ফটিকছড়ি ফুটবল খেলোয়াড় সমিতি দলকে পরাজিত করে। জয়ী দলের পাভেল ও দৌলত ২টি করে এবং বাদশা ও বিজিত দলের ভিমু বড়ুয়া গোল করেন। পাভেল ম্যান অব দ্য ম্যাচ হন। খেলা শেষে প্রধান অতিথি ফটিকছড়ি পৌরসভা মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফটিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল হক মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খেলার উদ্বোধক মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়রের সাবেক ম্যানেজার মুহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির ম্যানেজার সাইফুল হাসান সরকার, সহ-সভাপতি শাহনেওয়াজ উদ্দিন চৌধুরী শামীম ও দলীয় অধিনায়ক সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু। এ সময় চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির কোচ মো. ইকবাল, ফটিকছড়ি উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা আবুল কালাম, হেলাল উদ্দিন চৌধুরী গিয়াস উদ্দিন, আবুল কাশেম, হাবিবুল ইসলাম, আবছার উদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর আলমসহ একাধিক সংগঠক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইডেন ইংলিশ স্কুল আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজাতীয় ফুটবল দলের কোচ স্পেনের কাবরেরা