কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার কেপিএম ব্রিকফিল্ড মাঠে গতকাল শনিবার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় কেআরসি উচ্চ বিদ্যালয়ের সাথে চন্দ্রঘোনা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলায় ৩–২ গোলে চন্দ্রঘোনা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে গোল করে মিনহাজ ২টি এবং রিয়াজ ১টি। অন্যদিকে বিজিত দলের পক্ষে ছোটন ও বাবু ১টি করে গোল দেয়।











