ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী শহীদ প্রীতিলতার জন্য গাইলেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি/ হাসি হাসি পরবো ফাঁসি দেখবে ভারতবাসী’- গানটি কণ্ঠে তুলেছেন তিনি। খবর বাংলানিউজের।
এই গানটির মূল শিল্পী লতা মুঙ্গেশকর। তার কণ্ঠে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুভাষচন্দ্র’ সিনেমায় এই গানটি প্রথম ব্যবহার হয়। ভারতের বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস গানটির রচনা ও সুর করেন। তবে কেউ কেউ মনে করেন গানটি মুকুন্দ দাসের। এবার নতুন করে গানটি প্রথমবার গাইলেন কবীর সুমন। এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় কবীর সুমন বলেন, কিছু দিন আগে বাংলাদেশ থেকে রাশিদ পলাশ আমাকে ফোন করে জানান তারা কয়েকজন মিলে শহীদ প্রীতিলতাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। আমাকে একটি গান করতে বলেন। আমি প্রীতিলতার জন্য গানটি স্বকণ্ঠে গেয়ে দেবো। আমাকে এই গানটির জন্য স্মরণ করায় গর্ববোধ করছি। তিনি আরও জানান, টিম প্রীতিলতা নামে যে সংগঠনটি এই সিনেমাটি করছে তিনি এখন থেকে তাদের একজন সদস্য। তাছাড়া প্রাণখুলে সিনেমার সার্থকতা কামনা করেন এই গুণী শিল্পী। সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী বলেন, প্রীতিলতার জন্য কবীর সুমন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটা বড় ধরনের অনুপ্রেরণা আমাদের জন্য। কবীর সুমন প্রীতিলতাকে অন্তরে ধারণ করেন। এই গান কবীর সুমন ছাড়া অন্য কাউকে দিয়ে গাওয়ানোর চিন্তাই আমি করতে পারিনি। সিনেমাটিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। এর কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল। ইউফরসির ব্যানারে আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে।