‘প্রীতিলতার আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

১১০তম জন্মবার্ষিকী দিবস পালন

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে গত ৫ মে বীরকন্যা প্রীতিলতার ১১০তম জন্মবার্ষিকী দিবস পালিত হয়েছে। পটিয়ার দক্ষিণ ভূর্ষি প্রীতিলতা ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল প্রীতিলতার বাস্তুভিটায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক ভবনে ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বীরকন্যা প্রীতিলতা বিপ্লবী দল কতৃর্ক বীরকন্যা প্রীতিলতা সড়ককে (পটিয়া-বোয়ালখালী) নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, বিপ্লবীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত খোলা চিঠি শীর্ষক আলোচনা সভা, ৩২০ জন শিশু-কিশোরদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য প্রবোধ রায় চন্দন, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক আবদুল হাকিম রানা, ট্রাস্টি মোহাম্মদ আলী, প্রধান শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্তী, ট্রাস্টের আজীবন সদস্য গৌতম চৌধুরী, রূপক চক্রবর্তী, দিলীপ ঘোষ দিপু, নারীনেত্রী লাভলী আকতার, রিংকী দেব, শুভ নন্দী, বরুন পালিত, পূজা তালুকদার, দোদুল চক্রবর্তী, কমল সরকার, মন্‌জু রায়, শিপ্রা দে, নিহার বালা দে, রূপশ্রী দে, সুলতানা রাজিয়া, শুক্লা চৌধুরী, শিবু দাশ, সুকান্ত নাথ, এস.টি মানিক, অজয় দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীরকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর নামে প্রতিষ্ঠিত বীরকণ্যা প্রীতিলতা ট্রাস্ট জনকল্যাণে নিবেদিত। সরকারি অনুদানে নির্মিত ভবনটি থেকেই পরিচালিত হচ্ছে জনসেবামূলক সকল কর্মকাণ্ড। বক্তারা প্রীতিলতা ট্রাস্টের উন্নয়নমূলক কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে ক্যান্টিন কর্মচারীর মাথা ফাটাল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধএক ডোজের স্পুৎনিক টিকাও আনল রাশিয়া