সাফ উইমেন’স অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে দ্বিতীয়বার হারাল বাংলাদেশ। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল বুধবার ৪–১ গোলে জিতেছে লাল–সবুজের মেয়েরা। সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। রাউন্ড রবিন লিগে প্রথম দেখায় নেপালের বিপক্ষে ৩–০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নিশপে এটা নিয়ে তৃতীয় জয় তুলে নিল মেয়েরা। ভুটানকে ৩–১ গোলে হারিয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরুর পর ভারতের বিপক্ষে ২–০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। চার ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া বাংলাদেশ ফিরতি দেখায় আগামীকাল শুক্রবার ভুটানের মুখোমুখি হবে।
গতকাল বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় আধঘণ্টারও বেশি সময় পর। এরপর হ্যাটট্রিকের আলো ছড়ান ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। নেপালের বিপক্ষে শুরু থেকে আধিপত্য করে ৩৭ মিনিটে ডেডলক ভাঙেন বাংলাদেশের থুইনুই মারমা। সতীর্থের পাস পেয়ে আরেকজনকে বাড়াতে গিয়েছিলেন থুইনুই, কিন্তু বল নেপালের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে তার কাছেই। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে গতিতে তিনজনকে পেছনে ফেলে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড (১–০)।
এই গোলের রেশ থাকতেই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের পাস সামঝানা চান্দ ধরতে ব্যর্থ হলে নিয়ন্ত্রণে নেন পাশে থাকা মামনি চাকমা। এই মিড ফিল্ডারের থ্রু পাস ধরে বক্সে ঢুকে বাম পায়ের শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন প্রীতি (২–০)। বিরতির আগে ইনজুরি সময়ে ব্যবধান কমায় নেপাল। কর্নার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের অসতর্কতায় নেপাল এক গোল পরিশোধ করে। বঙের বাইরে থেকে দৌড়ে এসে জোরালো শটে ইয়ারজান বেগমকে পরাস্ত করেন ভূমিকা বুদাথোকি (২–১)।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য থাকে বাংলাদেশের মেয়েদের। ৭১ মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। কর্নার থেকে দূরের পোস্টে বল পেয়ে প্রীতি নিখুঁত ট্যাপে জালে জড়ান (৩–১)। এর একটু পর শুরু হয় ভারী বৃষ্টি। শেষ ২০ মিনিট ধরে চলে এ বৃষ্টি। বৃষ্টি ভেজা মাঠে অবশ্য ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং ৮৬ মিনিটে পুর্ণিমা মারমার আড়াআড়ি ক্রস অনায়াসে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি (৪–১)। বাংলাদেশের কোচ শেষ দিকে গোলরক্ষক ইয়ারজানকে বদলে মেঘলাকে নামালেও স্কোরলাইনে কোনো পরিবর্তন হয়নি।
শিরোপা জিততে হলে বাংলাদেশকে ৩১ আগস্ট অনুষ্ঠেয় ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথমপর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।