চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন ‘প্রিয় যত গান’। প্রতি রবিবার বিকেল ৩টা ৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার হয়। তারই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের স্টুডিও থেকে আজ রবিবার সরাসরি অনুষ্ঠানের এ পর্বে অংশ নিবেন ৩ জন শিল্পী। তারা হলেন ক্লোজআপের রাজিব, সেরাকন্ঠ মুনিয়া মুন, ও রাশেদ।
বাংলা গানের ভাণ্ডার থেকে বাছাইকৃত গানের একটি অনুষ্ঠান ‘প্রিয় যত গান’। বিশেষ দিনে অনুষ্ঠানটির বিশেষ পর্ব প্রচার হয়। আর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিভিন্ন রিয়েলিটি শো থেকে উঠে আসা শিল্পীরা। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন। সাফি আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা।