প্রিয় নায়ক যেখানে আছ ভালো থেকো : শাবনূর

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৩ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার। ১৯৯৬ সালের আজকের এই দিনে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে বিদায় নেন কালজয়ী এই নায়ক। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সালমান শাহ’র ক্যারিয়ার স্বল্প দৈর্ঘ্যের। ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এই অল্প সময়েই অভিনয় আর স্টাইলে কাঁপিয়েছেন দেশ। তার ২৭টি সিনেমার ১৪টির নায়িকা ছিলেন শাবনূর। খবর বাংলানিউজের। সালমান-শাবনূরের প্রেম নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে শাবনূর প্রকাশ্যে তা কোনোদিন স্বীকার করেননি। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখান থেকেই সালমান শাহ’র মৃত্যুুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন নায়িকা। সামাজিকমাধ্যম ফেসবুকে সালমান শাহ’র সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে শাবনূর লেখেন, অমর নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক যেখানে আছ ভালো থেকো সুখে থেকো।

পূর্ববর্তী নিবন্ধ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে লিজ ট্রাস
পরবর্তী নিবন্ধ‘সোজন বাদিয়ার ঘাট’ নির্মাণ করবেন তানভীর মোকাম্মেল