প্রিয় নবী পৌত্তলিক যুগের অবসান ঘটিয়ে সাম্য-মৈত্রীর সমাজ প্রতিষ্ঠা করেন

আল আকসা একাডেমির সভায় অধ্যক্ষ আবু ছালেহ

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

বিশিষ্ট আলেমেদ্বীন ওয়াছিয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ বলেছেনসকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)। কেননা প্রিয় নবী (দঃ) এর কারণেই মহান আল্লাহ তায়ালা তাবৎ সৃষ্টিজগতকেই সৃজন করেছেন। উপরন্তু তিনি সমগ্র সৃষ্টিজগতের জন্য মহা কল্যাণ হিসেবেই আবির্ভূত হয়েছেন। প্রিয় নবী (.) তাঁর সুমহান আদর্শ দিয়ে পৌত্তলিক যুগের অবসান ঘটিয়ে সাম্যমৈত্রী ও সৌহার্দ্যবোধ প্রতিষ্ঠা করেন। মোহরা আল আকসা একাডেমির উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আল আকসা একাডেমির পরিচালক মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মুহাম্মদ রফিক কোম্পানি, এম এন আবছার, মুহাম্মদ মুনির উদ্দীন, জাহেদুল ইসলাম জুয়েল, রাশেল সাদমান, শামী হাসান ও মাওলানা আবদুচ ছাত্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শায়ের মুহাম্মদ মিনহাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর ল্যাসিং আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধযানজট নিরসনে হাটহাজারী বাজারে অভিযান, ৮ ব্যক্তিকে অর্থদণ্ড