প্রিয় নবীর (সা.) আদর্শ মানব জীবনে যথাযথ প্রতিফলন হলে শান্তিময় পৃথিবী রচনা সম্ভব

ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

টেরীবাজার ব্যবসায়ী সমিতি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা ব্যবসাবাণিজ্যে হালালহারামের এবং নামাজ ও জাকাত বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, ইসলাম শুধু ইবাদতবন্দেগীর শিক্ষা নয়, ব্যবসাবাণিজ্যের নৈতিক দিকনির্দেশনাও দিয়েছে। হালাল উপার্জন জীবনে বরকতের কারণ আর হারাম উপার্জন অকল্যাণ ও ধ্বংস ডেকে আনে। বক্তারা নবী রাসুলগণের আদর্শের আলোকে ব্যবসায়ীদের ন্যায়নিষ্ঠা, সততা ও পরস্পরের প্রতি সদাচরণ বজায় রাখার আহ্বান জানান। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা এম. হাসিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন মুফতি আহমদুর রহমান নদভী, অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুরও হাফেজ তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, শামশুল আলম, আহমদ হোছাইন, হাজী রফিকুল আলম, মোহাম্মদ মুছা, মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রহিম, মো. নাছির উদ্দীন চৌধুরী, মো. ফরিদ উদ্দিন, ইশতেহাদ হোসেন রাজিব, এস এস এস বাহাদুর, মোহাম্মদ বাকের উল্যাহ, হারুনুর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ, মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, নাছির উদ্দীন, মামুনুর রশিদ , মোহাম্মদ জাবেদ, আবু ছালেক প্রমুখ।

বাকলিয়া উচ্চ বিদ্যালয় : বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এমইবি গ্রুপের এমডি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামশুল আলম। আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের উপপরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আবদুর রশিদ আল কাদেরী, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের, অতিথির মধ্যে ছিলেন কর্ণফুলী থানা শিক্ষা অফিসার জয়ন্ত বাডৈ, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আবদুল আজিজ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, এমদাদ উল্লাহ বাবুল, মো. ইসমাঈল বাবুল, নুরুল হোসাইন, মো. ইব্রাহিম বাচ্চু, মো. সালাহ উদ্দীন, মো. আলমগীর, কেএম মঞ্জুর আলম, মো. জাহাঙ্গীর আবদুল মতিন কোম্পানীসহ স্থানীয় বিএনপিজামাত নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রথম অধিবেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রেণিভিত্তিক কুইজ প্রতিযোগিতা, মহানবী (সঃ) এর জীবনীর উপর রচনা ও হামদনাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ২য় অধিবেশনে প্রধান আলোচক অধ্যক্ষ মো. আবদুর রশিদ আল কাদেরী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হলো এমন এক মহিমান্বিত দিন, যেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এ পৃথিবীতে আগমন করেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ১ম অধিবেশনের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চান্দগাঁও বজ্রবানী ক্লাব : চান্দগাঁও খাজারোড মাদামতল ওয়াসিয়া আহমদিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ১৭ সেপ্টেম্বর বুধবার বাদে এশা বজ্রবানী ক্লাব কর্তৃক আয়োজিত পবিত্র ঈদমিলাদুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে এক মিলাদ মাহফিল ওয়াসিয়া আহমদিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ মাঃজিঃআঃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী (মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ কাজী মাওলানা মফিজুর রহমান, বিশেষ আলোচক ছিলেন খায়রাতী ওয়াসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজমুদ্দীন মোহাম্মদ সাকিব, কারী মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ। মুহাম্মদ হাসান ইমামের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি বলেন, পৃথিবী যখন আইয়ামে জাহেলিয়াতের ঘোর অন্ধকারে আচ্ছন্ন, মানুষের যখন হিতাহিত জ্ঞান ছিল না, যখন আপন কন্যা শিশুকে জীবন্ত কবর দিত, ঠিক সেই কঠিন সময়ে আল্লাহ তায়ালা প্রিয় নবী (.)কে পৃথিবীপৃষ্ঠে প্রেরণ করে গোটা জগতকে মানুষের বাসযোগ্য আবাসস্থলে পরিণত করেন। প্রিয় নবী (.) তাঁর সুমহান আদর্শ দিয়ে পৌত্তলিক যুগের অবসান ঘটিয়ে সাম্যমৈত্রী ও সৌহার্দ্যবোধ প্রতিষ্ঠা করেন। পরিশেষে মিলাদক্বিয়াম, দেশ ও জাতীর কল্যাণে আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

কাজীর দেউড়ি কাঁচা বাজার দোকান মালিক সমিতি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজীর দেউড়ি কাঁচা বাজার দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কাঁচা বাজার প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ব্যবসায়ী, মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মুরশেদুল আলম আনোয়ারী, মাওলানা সাইফুদ্দিন মোহাম্মদ ফারুক, মোঃ ইলিয়াছ, নুরুল ইসলাম মেম্বার, মোঃ শফিকুল ইসলাম, নুরু সওদাগর, নাছের আলম, আবদুল্লাহ, আনোয়ার হোসেন, বশিরসহ কাঁচা বাজারের ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকার যুগে তিনি আলোর দিশা দেখিয়েছেন। পৃথিবীতে আগমনের পূর্বেই তাঁর নাম ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল, যা প্রমাণ করে আল্লাহ তায়ালা তাঁকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন।” মাহফিলে শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর ভেটিং পরামর্শক হিসেবে যুক্ত হল চুয়েট
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে