প্রিয় নবীর (দ.) শুভাগমনে খুশি প্রকাশের মাধ্যম হচ্ছে জশনে জুলুস

পরামর্শ সভায় বক্তারা

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

গাউসিয়া সমিতি বাংলাদেশের উদ্যোগে সৈয়দবাড়ি দরবার শরীফের ব্যবস্থাপনায় আগামী ১১ রবিউল আউয়াল অনুষ্ঠেয় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে পরামর্শ সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি তেলপারইস্থ বাগে হুদা খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, প্রিয় নবীর (.) দুনিয়ায় শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বড় অনুগ্রহ ও রহমত। তাই প্রিয় নবীর (.) শুভাগমনে খুশি প্রকাশ করা কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। স্বাগত বক্তব্য দেন, সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা। বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, জহির উদ্দিন বাবর, মুহাম্মদ নুরুল আফসার, ফজল কাদের, মাস্টার খোরশেদুল আলম, সেলিম উদ্দিন, মুহাম্মদ হোসেন সওদাগর, মুহাম্মদ হারুন, মাওলানা পেয়ারুল ইসলাম, মাওলানা আবু জাফর, ইউসুফ বাবুল, জামাল সওদাগর, দিদারুল আলম মুন্না, বাবুল মেম্বার, নাসির মেম্বার, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ শাহজালাল, মাস্টার নাজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজন্মাষ্টমী উৎসব ঘিরে জেএম সেন হলে চারদিনব্যাপী অনুষ্ঠানমালা
পরবর্তী নিবন্ধকর্নেল (অব.) জিয়া উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন শাহ আলম নিপুর স্মরণ সভা ও দোয়া মাহফিল