প্রিয় নবীর (দ.) একমাত্র বিশ্বস্ত সহচর ছিলেন সিদ্দীকে আকবর (রা.)

উরসে সিদ্দীকে আকবরের সভায় বক্তারা

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

হযরত আবু বকর সিদ্দীক (রাদ্বি) ঈমান গ্রহণে প্রথম, মুসলমান হওয়াতে প্রথম, সাহাবী হিসেবে প্রথম, খলীফা হিসেবে প্রথম, হিজরতের সময় প্রিয়নবীর সঙ্গী নির্বাচনেও তিনি প্রথম এবং দানসদকার ক্ষেত্রেও তিনি অগ্রগামী। প্রিয় নবী (.)’র অনন্তকালের সাথী, নবী পরবর্তী সর্বোত্তম ব্যক্তি হযরত সিদ্দীকে আকবর (রাদ্বি) জীবনের সকল অধ্যায় ক্ষুদ্র পরিসরে বর্ণনা করা সম্ভব নয়।

গত ১৫ ডিসেম্বর আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দঃ) বাংলাদেশ ট্রাস্ট আশেকানে মোস্তফা (দঃ) তরুণ পরিষদ সৌদি আরব মদিনা শরীফ শাখার ব্যবস্থাপনায় পবিত্র মসজিদে নববী শরীফে উরসে ছিদ্দীকে আকবর (রা🙂 আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্টের চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহছুফী মুফতি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা:জি:) ছদারত কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা আব্দুল আল নিশান মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, নাজমুল হাসানসহ অসংখ্য আশেকে রাসুল (.), উমরাহ হাজীসহ মদিনা শরীফ শাখার আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দঃ) বাংলাদেশ ট্রাস্ট সকল সদস্যবৃন্দ। পরিশেষে মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে উরসে হযরত সিদ্দিকে আকবর (রাদ্বি.) সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের জামেয়া মাদরাসা পরিদর্শন
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা