ঋতুবৈচিত্র্যে ভরা রূপালি এই বাংলাদেশ,
কার্তিক–অগ্রহায়ণে হেমন্ত ছড়ায় মুগ্ধতার আবেশ।
মাঠে মাঠে সোনালি ধানে উড়ে মৌ–মৌ ঘ্রাণ,
কৃষক–কৃষাণীরা গায় নবান্নের সুখের গান।
দূর দিগন্তে ভেসে আসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি,
বিলে–ঝিলে শাপলার রঙে ভরে ওঠে শিল্পীর আঁখি।
দূর্বাঘাসে শিশিরবিন্দু ঝিকিমিকি রবির কিরণে,
কুয়াশারা ছুঁয়ে যায় পথ–প্রান্তর, শীত নামে আগমনে।
ছয় ঋতুর এ দেশ আমার প্রিয় হেমন্তকাল,
শিশু–কিশোরেরা রঙিন ঘুড়ি উড়ায় সকাল–বিকাল।
পাখির কূজন, ফুলের ঘ্রাণে ভরে ওঠে বাতাসটা,
নব রূপে সেজে উঠে সবুজ দেশ–মুছে যায় বিষণ্নতা।







