প্রিয় অভিনেত্রীকে দেখতে ৯০০ কিমি পাড়ি

| শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

রশ্মিকা মন্দানাকে একবার চোখের দেখা দেখার জন্য তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত পাড়ি দিলেন তাঁর এক অনুরাগী। অভিনেত্রীর বাড়ির ঠিকানার জন্য গুগলের সাহায্যও নিলেন। কিন্তু নির্দিষ্ট বাড়ি চিনতে না পেরে পথচারীদের জিজ্ঞাসাবাদ করতে থাকায় সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। ডাকা হয় পুলিশ।
দক্ষিণী চলচ্চিত্র জগতে এখন মধ্যমণি রশ্মিকা মন্দানা। ‘কিরিক পার্টি’, ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ ইত্যাদি ছবি তাঁকে সাফল্যের চূড়ার কাছাকাছি পৌঁছে দিয়েছে। এমনকি গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখলে এই অভিনেত্রীর নাম দেখায়। বিন্ধ্য পর্বতের অন্য পারেও যাত্রা শুরু করেছেন তিনি। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে বলিউডে প্রথম ছবির শ্যুটিং করছেন আপাতত। ছবির নাম ‘মিশন মজনু’। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর অনুরাগী ছড়িয়ে রয়েছেন। তাঁদেরই মধ্যে একজন অকল্পনীয় কাণ্ড ঘটিয়ে বসলেন। রশ্মিকাকে একবার দেখার জন্য আকাশ ত্রিপাঠী নামের সেই অনুরাগী তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত ৯০০ কিলোমিটার পাড়ি দিলেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ২.৭৪ কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধপ্রেমিক পুরুষ রিয়াজ