প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ডিনার করলেন বিল ক্লিনটন ও হিলারি

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁয় ডিনার করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে অবস্থিত প্রিয়াঙ্কার সোনা রেস্তোরাঁয় ডিনার করেন তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম পেজসিঙ ডটকম এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ নির্বাচন করেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। তাদের সঙ্গে ছিলেন বরেণ্য বঙার মাইক টাইসন, প্রিয়াঙ্কার দেবর জো জোনাস ও তার স্ত্রী সোফিয়া টার্নারসহ অনেকে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, আনন্দঘন একটি সন্ধ্যা কাটিয়েছেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন।
বন্ধুদের সঙ্গে তারা হাসি-ঠাট্টায় মেতেছিলেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী নিক জোনাসের সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই রেস্তোরাঁটি খুলেছেন এই অভিনেত্রী। নিউ ইয়র্কে অবস্থিত রেস্তোরাঁর যাত্রা শুরু করেন গত বছরের ৬ মার্চ। ভারতীয় নানা পদের খাবার এ রেস্তোরাঁয় পাওয়া যায়। বিল ক্লিনটন ও হিলারি ভারতীয় খাবারের খুব ভক্ত বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনয় বছর পর ‘সাবকনশাস’র নতুন গান
পরবর্তী নিবন্ধআসছে সঙ্গীতশিল্পী সমরজিৎ-প্রিয়াংকার ‘রাইকিশোরী’